যদি ভাগ করলে মিলে যায়
তাহলে লেটা চুকেই গেল,
কিন্তু যদি না মেলে!
একটা পাথর ছিল পথে পড়ে
নিতান্তই অবহেলায় অনাদরে,
একজন পাথর কেটে বানালেন রামকৃষ্ণ
অপরজনের পছন্দ হল না -
তিনি আবার খোদাই করেতে লাগলেন
তৈরি হল প্রেমের মূর্তি যিশু
এবারেও অন্য একজনের হল অপছন্দ
তিনি শেষবারের মত চেষ্টা করে
বানিয়ে ফেললেন হজরত মহম্মদ,
না, এখানেই শেষ হল না -
ভাঙা আর গড়ার খেলা।
তিন জনের মধ্যে বাঁধল সংঘর্ষ
মূর্তি হল খন্ড খন্ড,
পাগলা দাসুর কথা মনে আছে নিশ্চয়
কোথা থেকে এসে জুটলো সে
তিনজনের বস্ত্র নিল কেড়ে,
খন্ড খন্ড পাথর জুড়ে তৈরি করল মূর্তি
নাম দিল তার - ভারতবর্ষ
আর সবাইকে বললো...
এবার ভাগাভাগি বন্ধ করো
এসো সংঘবদ্ধ হই
রক্তপাত নিপাত যাক্।