এই শহরের বুকে তুমি জেগে আছো
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া চাঁদের জোছনায়,
লাইটপোষ্টের নীচে ক্ষীণ অন্ধকারে
জোড়াতালির জীবন কি যেন চায়!
পিচ গলা রাস্তায় ভালোবাসার মলাট
কোলাহল ভেঙে নিস্তব্ধতায় আসে রাত,
মুখ মুখোশের অন্তরালে নকশাআঁকা প্রেম
শরীরী পোস্টারে আগ্রাসী লোমশ হাত!
রক্তাক্ত ছায়াছবির কন্ঠে জীর্ণ কবিতা
অর্থহীন আঁধারে নিঃশেষে দাঁড়িয়ে তুমি,
এই পথ, এই শহরের অলিগলি স্বাক্ষী -
তবুও লিখে দিয়ে যাব ভালোবাসি আমি।