তোমায় অনেক কিছুই বলার ছিল
বুকের ভিতর জমাট বাঁধা কষ্ট ছিল
টুকরো টুকরো স্বপ্ন যত
অশ্রুজলে ভিজিয়ে রাখা
সবুজ মনের সকল ব্যথা
আজ বিকেলে মেট্রোরেল ছিনিয়ে নিলো।
অনেক, অনেকটা পথ হাঁটার ছিল
বেশ কিছুটা দৌড়ে যাওয়ার কথা ছিল
তোমার জন্য লাজুক চোখে
ঝর্ণা হয়ে অঝোর ধারায়
নদীনালা রামধনু রঙ সই
হঠাৎ আকাশ-নীলে বজ্রপাতে বৃষ্টি দিলো।
পথের বাঁধন ভাঙল পথ, উদাস আমি
অন্য হাতের ছোঁয়ায় তুমি, ব্যাকুল আমি
বাজছে বুকে ভৈরবী রাগ
পলাশ ফুটুক আসুক ফাগ
আমার বাগে পৌষ-মাঘ
ভালোবাসা নিরব কথা, জানবে না যে তুমি।