গতকাল ছিল শুকনো
আজ ফুটেছে ফুল,
ভালোবাসা ছিল রুগ্ন
আজ বিশ্বাসে মূল।

ভয়ে বুক দুরু দুরু
দূরত্ব গেছে দূর,
হাতে হাত রেখে দেখি
বাজে বাঁশরীর সুর।

মন দিয়ে মন পাওয়া
জলে ভরেছে আঁখি,
অন্তর জাগে হলুদ রঙে
বসন্ত এসেছে দেখি।

ভাঙা-গড়া দিন-রাতি
ভালোবাসা মোমবাতি!