এখন আর কাউকে বিশ্বাস হয় না, কাউকে না
যখন রাস্তায় পথচলি খুব সাবধানে পা ফেলি
অসাবধানে কখনও যদি গর্তে পড়ি, মুহূর্তে সতর্ক হই।
এই যেমন ধরুন - "দাদা, এখনই আপনাকে নার্সিং হোমে আসতে হবে--
ঠিকানা পাঠানো হয়েছে, আপনার বাড়ির লোক বিপদে..."
অথবা "দাদা, আমি ব্যাঙ্ক ইনসিওরেন্স ডিপার্টমেন্ট থেকে বলছি --
আপনার Fixed Deposit ম্যাচুরিটি হয়েছে, পাঠানো হয়েছে OTP.
আমি কখনও কখনও উত্তর না করে ফোন কেটে দিই
আবার কখনও কখনও বলি - শালার বেটা শালা!
পেটে একরাশ ক্ষিধে নিয়ে পথ চলি
কেবল কাজ আর ক্ষুধা নিবারণের চেষ্টা
কিন্তু কাজ মেলে না সবসময়, মেটে না ক্ষুধাও!
সত্যি কথা বলতে আজ মানা, তবুও সত্যি না বলে পারি না
শস্য ফলিয়ে রক্ত ঝরিয়ে দাম পাই না, পাইনা সম্মান এতটুকু।
অনুর্ধো আঠারো বছরের খুকি যখন রাতের ট্রেনে বাড়ি ফেরে লুন্ঠিত হয়ে
তখন সোশ্যাল মিডিয়ার পর্দায় কর্মক্ষেত্রে নারী সংবর্ধনার অভিষেক দেখি
তখন আমি বিশ্বাস হারাই নিজে নিজের প্রতি অসীম ঘৃণায়,
কি অদ্ভুত মুঠো ফোনে তখন কেবল লাইক কমেন্ট আর শেয়ার!
দু'টি অশ্লীল কথার জন্ম হয় - বেজন্মার দল!