প্রথম আলাপে তুমি সংযমী ছিলে
তারপর কিছুদিনের মধ্যেই সংবেদনশীল
আর তারও কিছুদিন পর সহবাস চেয়েছিলে!
তোমার চোখ আমি ভালো করে দেখিনি
কালো চশমায় উজ্জ্বল মুখ শুধু দেখেছি,
তুমি যখন আমাকে রাস্তায় টেনে নামালে
তারপর খেলার মাঠ, রেসের ময়দান
তারও পরে গোপন গৃহকোণে বন্দী,
তখনও আমি মনের কথা পড়তে পারিনি
পারিনি তোমাকে উষ্ণতার পরশ দিতে।
কালো চশমা খুলে, মুখে প্রসাধন মেখে
লাস্যময়ী শরীরের অঙ্গনে ঢেউ তুলে
আমাকে দেখিয়ে দিলে আমার ঠিকানা।
তুমি শুধু এক রাতের ভালোবাসা চেয়েছিলে
চেয়েছিলে কিছু সুখময় আকাঙ্ক্ষার ধ্বনি,
আমি তোমাকে তারচেয়ে অধিক দিতে চেয়ে
বেনামী বন্দরে বন্দী এক বর্বর উপমা!