বাংলা ভাষা জটিল বড়
বলতে গিয়ে হোঁচট খাই,
বলছি তবু মা'য়ের ভাষা
করছো কেন ব্যঙ্গ ভাই !
হলাম বড় বাংলা বলে
স্বপন দেখে তোমার কোলে,
এখন দেখি সবাই চায়
বিদেশি ভাষা খোকার বোলে!
লিখলো রবি গীতাঞ্জলী
বাংলা থেকে ইংরাজীতে,
খেতাব পেল তবেই কবি
তাকেই মানি জাতীয় গীতে!
দেশের রাজা খেলছে খেলা
বাংলা ছেড়ে বিদেশ পথে,
করবে নাকি দেশের তরে
শিল্প সাজে স্বর্ণ রথে !
কাজের বেলা বাংলা ভাষা
অচল তাই, বিদেশি চাই-
সহজ রূপে লিখিত পাই
কদর ভুলি, বাংলা নাই !
লিখছি তবু বাংলা ভাষা
রাখবো ধরে মোদের আশা,
ভাবছি বসে পড়বে কারা
তোদের কাছে শখের ভাষা!
তবুও আমি বলতে চাই
মা'য়ের কোলে শান্তি পাই,
গরব করে বলব তাই
এমন মধু কোথাও নাই!
তোমার কোলে জনম মা'গো
মরণ কালে তোমাকে পাই,
মা'য়ের ভাষা ঘোঁচায় ব্যথা
সবার আগে রাখতে চাই!
মা'য়ের ডাকে জীবন দিতে
রাখবো মোরা উঁচিয়ে শির,
দুষ্টু তবু, নইকো ভিতু
রক্ত দেবে - বঙ্গবীর!