দ্বিধা আর কুন্ঠার দ্বন্দ্ব সমুদ্র সাঁতরে
শেষ পর্যন্ত তোমাকেই চাওয়া,
সংকল্পের তীরে আছড়ে পড়ে
তোমাকে বলেছিলাম, ভালোবাসি।
তুমি কোন উত্তর দাওনি সেদিন
শুধু অপলক দৃষ্টির সরল চাহনি
আর আমি, বুনেছি আশার জাল।

ছয় ঋতু পেরিয়ে আবার এসেছে শীত,
তোমার উজ্জ্বলতায় আমি স্থিতিশীল
আমার প্রচ্ছদ পটে তুমি স্নিগ্ধ সলিল।

চুরি করা আলোয় প্রকাশিত আমি
এখন চাঁদের আলোয় রৌদ্র খেলে
চন্দ্রিমা জাগে সূর্যের প্রখরতায়!