দূরে নয় আছি কাছে
ভয় নেই থাকি পাছে,
রাগ নয় দ্বেষ নয় -
ভালবাসা বাঁধা রয়।
কাজ জমা হাত ভরা
নেই ছুটি নড়াচড়া,
খাই জল সাথে ফল
দৌড় দৌড়, চল চল।
তার মাঝে সুর জাগে
তপ্ত দুপুর ফাগে -
গহন মনের আশা
কাব্য কথায় ভাসা।
তুমি আমি চেনা মুখ
দিন-রাত দুঃখ-সুখ,
মন্দ ভালোর খেলা
যাক বয়ে সারাবেলা।
কবি আজ খোঁজে পথ
রোদ মাখা যত মত,
উবে গেছে জল কালি
কাব্য কোথা, এ'তো বালি!