তোমাকে দেখার জন্য
মাঠে স্টেজে স্টেডিয়ামে
বার বার ছুটে গেছি...
তোমাকে দেখেছি অনেকবার,
প্রত্যেকবারই আলাদা আলাদা।
কখনো লাল, কখনো সবুজ বা গেরুয়া
আবার কখনোবা কালো রঙের আভায়।
রঙে কিবা আসে যায়
তুমি আগের মতোই আছো
শুধু বদলে গেছে ঘর,
বদলে গেছে চেয়ার,
বদলে গেছে আয়না।
রঙ মেখে সঙ্ সেজে নিজের কাছে
আজ নিজেই একটা জিঘাংসা!