বাতাসের গতিবেগ ক্রমশ বাড়ছে
শীতের বেলা প্রায় শেষ হয়ে এলো
বটের ঝুরি বেয়ে উপরে উঠে যাওয়া
লতাপাতা এখনও আরও উপরে,
আগাছারদল তাকিয়ে তাকিয়ে দেখে-
ডালে ডালে লাল টুকটুকে ফল
মজা করে খায় পাখিদের দল,
খুশির দোলায় বসন্তের গান গায়।
ক্লান্ত পথিক বটের ছায়া মেখে
ভেসে যায় বৃষ্টিধারার স্বপ্ন স্রোতে।
ফাগুনের রোদ হাসে পলাশ বাগে
নব সূচনার সুত্রধর নতুন খাতা সারে।