প্রত্যাশা কর আর আমি হলাম স্বপন ধর
একদিন হঠাৎ দেখা, সেটা ছিল পরিত্যক্ত ঘর।
সে বলেছিল কেউ তাকে ভালোবাসেনি কখনও
আমি বলেছিলাম, তুমি বুঝলে কিভাবে?
উত্তরে বলেছিল - কেউ তাকে রঙধনু দেখায়নি!
--তুমি দেখাবে আমাকে রঙধনু?
দেখাবে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর আলাপচারিতা
শোনাবে ঝরাপাতাদের গান
শোনাবে কোন আস্থার কবিতা?
এসব কিছুই আমি পড়েছি, দেখিনি!'
আমি বলেছি - দেখাবো, শোনাবো।
তারপর কত গোল্লাছুট, কত্ত লুকোচুরি
কত্ত নদী-পাহাড়-ঝর্ণা-অরন্য ডিঙিয়ে
শেষমেশ ছাতনাতলা পর্যন্ত যাওয়া হয়নি।
সে এখন রঙধনু দেখলেই নেচে ওঠে
গুন গুন করে গান গায় ব্যাঙ্গমার সাথে
একটা নিরাপদ নিশ্চিত চার দেওয়ালে।
আর আমি, রক্ত-গোধূলির শেষ আলোয় মন রাঙিয়ে
একমনে বাজাই বাঁশি, "গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ",
অকস্মাৎ বনানী-পূরবীর দল আমাকে দেয় ডাক
বলে, এসো ভালোবাসি, বাজাও ইমন রাগ।