= যুগলবন্দী =
(বাংলাদেশের প্রখ্যাতা কণ্ঠশিল্পী গীতশ্রী রুনা লায়লা'র "ইস্টেশনের রেলগাড়িটা" গানের সহিত আমার কণ্ঠ সংযোগ করলাম)


আসবে কখন রেল গাড়িটা -
বাজেনি এখনো বেলা বারোটা!
আজ বন্ধু আমায় দেবেই দেখা
জেনো, আমি যে তার প্রাণের রেখা।

(ইস্টেশনের রেলগাড়িটা …)

এই স্টেশনে, না যদি থামে
বন্ধু যদি, এখানে না নামে -
তবে আমি যাইব কেমন করে
ভেবেই আকুল, কোথা দুষ্টু ওরে!

(যখন ছাড়ে থামে না রে …)

তোমার তরে এনেছি মিঠা পান
মনের কথা বলছি গেয়ে গান -
ওই শুনি বাঁশি, আসে রেলগাড়ি
যাব আমি আমার বন্ধুর বাড়ি।

(গাড়ির টিটি বড়ই কড়া…)

এখন যাচ্ছি চলে তোদের ফেলে,
আসবো আবার খেলা সাঙ্গ হলে।