নিজে নিজেকে কতবার আঘাত করলাম
প্রতিঘাতে আঘাত নয়, প্রেমের প্রলেপ দিয়ে
তুমি বুঝিয়ে দিলে বন্ধুর পথের বন্ধু হয়ে,
আসলে আমি আমার কাছে পরাজিত হয়েও
তোমার কাছে আমি জয়ী এক পুরুষ --
তোমার অহংকার তোমার গর্ব তোমার সাথী
আমাকে নিয়ে তোমার সময়ের সবটুকু স্রোত
বয়ে চলে অলিখিত বিশ্বাসের দরিয়া ছুঁয়ে।
এখানে ঝলমলে শহরের রাজপথ
রাস্তার নিয়ন আলো ও লাইট পোষ্ট
গাড়ির জোরালো হর্ণ, মিছিলের শব্দ
ক্ষুদার্ত মানুষের হাহাকার ধ্বনি
অবিরাম অনষণ ভঙ্গের ব্যস্ততা
আরও অনেক কিছুর মধ্যেও
এখনও হারিয়ে যায়নি আমিও,
যা নয় তোমার আমার একান্ত
তুমিই পথ, বিজয়ী অমিত পান্থ।