এই মেয়ে, তুমি বেশি বেশি কথার চাল
বাজে বক বক করো সারাক্ষণ, বাচাল!
হা হা হাসো কেন? কেন  চিৎকার? -দর্জাল!

রঙে-সঙে সাজো কতো - আহা মরি
নাচো আর নাচাও কত্তো - ঢঙি পরী!

আরও কতো গুণ, আছে যে তোমার
বাহানাতে জুড়ি নেই, কে যে লোফার!

মায়া আর কায়া, নয় তো ভোজ্য
দরকারে দরবারে, পিরীতের বর্জ্য,
যখন তুমি কাঁদো, কেবলই অসহ্য!