যখন তখন ডাকে আমায় সে
কাছে গেলেই নেই কথা মেয়ে
আঁখি দুটি থাকে শুধু চেয়ে
অঙ্গে অঙ্গে জ্বালা ধরায় যে!
দিনের আলো জ্বালিয়ে রাখে
রৌদ্রছায়া ছড়িয়ে পড়ে ঠোঁটে
রাতের তারা চুম্বনে যেই ফোটে
হারিয়ে খুঁজি তখন আমি তাকে।
কখন যেন পৌঁছে গেছি ঘুমে
তোমার কোলে ক্লান্ত দেহমনে
স্বপন দেখি দোঁহে নিধুবনে
ক্ষণসুখে তোমার বক্ষ চুমে!