সেই সময় সেই দিন আজও খুঁজি
চুম্বনে চুম্বনে চর্চিত মুক চালচ্চিত্রে
তোমার ক্ষণকাল দ্যুতির তরঙ্গে তানে
আমাকে বেঁধেছিল অগ্নি শিখার বৃত্তে।
তোমার অভিনয় তোমার অনুযোগ
কানে কানে বহুদূর বৃত্তিমূলক হয়ে
ধরা পড়েছিল গনতন্ত্রের আয়নায়
ইতিবাচক পরাকাষ্ঠা অপরাধ সয়ে।
তোমরা প্রতিটি শাড়ির ভাঁজে ভাঁজে
সন্ধানী চোখ আপন হৃদয়ের স্বত্ব ভঙ্গে
জরিমানা দিয়েছিল নষ্ট নীড়ের প্রাসাদে
তুমি উর্বশী দ্যোতনার ছলনায় স্বরঙ্গে।
আজও জ্বলছে সেই অতৃপ্ত অনুরাগ
বার বার অবসান, বার বার সূচনা
তোমার খোলা শরীরের রোদ লাগে
জেগে থাকে আমার কনকচাঁপা রচনা।