"রীণা দিদির স্মরণে"
-------------------
নিরবিচ্ছিন্ন ভাবে আমি তোমার দিকে তাকিয়ে --
তুমি একেবারেই প্রসস্ত নীরবতায় স্থিতিশীল,
নিশীথের অন্ধকারে সাদা মেঘের কোলাহলে
জলরঙে আঁকছি তোমার চোখ-মুখ আর হাসি।
সবকিছুই আজ তোমার নাগালের বাইরে জমাট
শুধু স্বপ্নগুলো জ্বলে বুঝি স্মৃতির পাতায় অনির্বাণ।
প্রীতিময় সেই নিনাদ, নির্বাক অবোধ ভাই
সন্দেশ সাজিয়ে রাখে ভাইফোঁটার আশায়!