আমি কি আছি!
কেমন আছি, কি করছি … খবরতো নাও না!
নিত্য তোমাদের খবর পাই
পাতার পর পাতা ভরিয়ে ফেললে
আমার কোন জায়গা হল না!
অনেকদিন পর নিজেকে দেখলাম
ঝাল-মুড়ির ঠোঙায়
ছাপার অক্ষরে অক্ষরে।
বাইরে বাদল ঝরছে
নয়নে ঝরছে আনন্দাশ্রু,
সময়ের স্রোতে ভাসমান ছবি
আমারই নামাঙ্কিত স্বেদপত্রে
আমিই অনুপস্থিত!