(১)
কাজল কালো
দিবস মনে আলো
যুগল ভালো।
(২)
পথিক পথে
রাখলে প্রেম সাথে
হৃদয় রথে।
(৩)
ঘৃণার বাণ
অহংকারে দান
নেই সম্মান।
(৪)
করলে দান
বাড়ে আপন মান
অমৃত পান।