প্রশ্ন নয়, শুধু একটি নিবেদন
শিক্ষকগণ, আছেন কেমন?
দশ মাস ছাত্র-ছাত্রী বিনা পাঠে
বুদ্ধিজীবী আছে বেতন সুখে মাঠে,
ভাল কথা ভাল থাকুন মাষ্টারমশাই
আমাদের ছেলেমেয়ে ঘুড়ি-লাটাই।
মনে কি জাগে না কোনও ইচ্ছা
সমাজগঠনে প্রথম হবার লজ্জা,
এগিয়ে আসার রাস্তা হলো কি বন্ধ
চোখ কান খোলা, তবু যেন অন্ধ!
সবকিছু এখন দূয়ারে দূয়ারে
শিক্ষক কবে যাবে সওয়ালে?