সব আলো এখনও নিভে যায়নি
কিঞ্চিৎ ক্ষীণ আলোর স্পর্শে
স্মৃতির উত্তরপত্র অমলীন।
ওষ্ঠের মধুর চুম্বনে
মিলনের ঘর্মাক্ত গন্ধে
আর অক্ষত যৌবনের অমৃতে
দেদীপ্যমান ভালোবাসার ঘর।
আমাদের অতীত ভাসিয়ে দিলাম
বর্তমানের কার্বন কাগজের নৌকায়
ভবিষ্যতের বেহুলা প্রেমের অমরত্বে।