নকশা আঁকা শাড়ির ভাঁজে
লুকিয়ে আছে রাজহংসী,
মিষ্টি ঠোঁটের দুষ্টু হাসি -
তুই যে আমার সরস্বতী।
বিদ্যা বুদ্ধি দিও মা'গো
নিও ভালোবাসা,
প্রেমের আবীর রাঙিয়ে তুই
আমার স্বপ্ন আশা।
সবুজ মনের পথটি বেয়ে
ছড়িয়ে হৃদয় জুড়ে,
কমল হয়ে ফুটবি তুই
বীণাপাণি বাজে সুরে।
..........................
* আমার ননি ভাইয়ের একমাত্র কন্যার জন্য আজ লিখলাম কাব্যকথা।