আজই বেলা ২টোর সময় “আলোর মিছিল” ১ম বর্ষ তৃতীয় সংখ্যা হাতে পেলাম ২৬ + ৭ (পরে) = ৩৩ কপি। অতি যত্ন সহকারে আমাদের সবার প্রিয় কবি (সম্পাদক) শ্রদ্ধেয় অনিরুদ্ধ বুলবুল মহাশয় কুরীয়ারের মাধ্যমে প্রেরণ করেছেন আমাদের জন্য বাংলাদেশ থেকে ভারতের মাটিতে। ওনার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
যারা যারা বইটি সংগ্রহ করতে চান – তারা আমার সাথে দূরাভাষে অবশ্যই যোগাযোগ করবেন। বইগুলি এখন কলকাতাতেই রাখা থাকবে। ঠিকানা – গড়িয়া দীনবন্ধু এন্ড্রুজ কলেজের উল্টোদিকে লক্ষী-নারায়ণ কলোনী, কলকাতা-৭০০০৪৭. আমরা সবাই আমাদের প্রাণের বাংলা সাহিত্যের জন্য বইটি সংগ্রহ করবো এবং আগামী দিনে যাতে আমাদের লেখা আবারও “আলোর মিছিল”-এ প্রকাশ পায়, সেজন্য লিটিল ম্যাগাজিনকে বাঁচিয়ে রাখতে মূল্য দিয়েই সংগ্রহ করবো।
* আরো একটি অনুরোধ রইল সকল কবিদের কাছে – আপনাদের মধ্যে যদি কোন কবি পরবর্তী সংখ্যাগুলির জন্য বিজ্ঞাপণ সংগ্রহ করে পাঠাতে পারেন, সেটাও “আলোর মিছিল” প্রকাশনার কাজে খরচা অনেকটা সুরাহা হবে।
** এই সংখ্যায় যে সকল কবির (ভারত) লেখা আছে তারা অবশ্যই বই সংগ্রহ করতে আগামী ৭ দিনের মধ্যে যোগাযোগ করুন।
সবার প্রতি ইংরাজী শুভ-নববর্ষের ভালোবাসা রইল।
যোগাযোগ – 9830349475.
শুভেচ্ছান্তে -
সৌমেন বন্দ্যোপাধ্যায়