(কথপোকথন)
- এখন ঠিক ক'টা বাজলো দাদা?
- কেন?
- একটু প্রয়োজন আছে, বলুন না ক'টা বাজে?
- কী প্রয়োজন?
- সেটা না জানালে কি সময় বলবেন না!
- না।
- না!
- হ্যাঁ, ঠিকই শুনেছেন - না।
- আপনি একজন পাগল লোক।
- তা ঠিক। তবে, আপনি চালাক নন।
- আপনি ভীষণ বোকা।
- তা বটে। কিন্তু সেটা আপনি বুঝলেন কীভাবে?
- যেভাবে বোঝে সবাই।
- ও! তাই বুঝি। তবে আর কথা বাড়িয়ে কাজ কি?
- কাজ আপনার না থাকতে পারে, আমার কাজ আছে অনেক।
- যেমন....
- তা আপনাকে বলতে যাবো কেন খামোখা।
- আপনার কাজে যদি আমি লাগতে পারি, তাই....
- না। আপনি আপনার কাজ করুন।
- তাই তো করছি ভাই।
- মানে?
- মানে, সময় কাটাচ্ছি।
- তা কতটা সময় কাটালেন?
- যতটা প্রয়োজন তার থেকে কিছুটা বেশি।
- কেন, বেশি কেন!
- সে কি, আপনি সব বোঝেন, আর এটা বোঝেন না?
- না, বুঝি না।
- তবে আর কি!
- আপনি খুব বকবক করেন।
- আপনি একেবারেই চুপ!
- চুপচাপ থাকতেই তো চাই, কিন্তু...
- কিন্তু....
- সময় চুপ করে থাকতে দেয় না।
- তাহলে আপনার সময় ভালো।
- না, একেবারেই না। বাজে সময়..
- বাজে সময়! কেন? কেন?
- এই যে আপনি কথার পিঠে কথা বসিয়ে সময় নষ্ট করে দিচ্ছেন....
- আমি....!
- হ্যাঁ, আপনি।
- আচ্ছা বেশ, তুমি বলো.... ভাই
- কী বলবো?
- এখন ক'টা বাজে?
- আমার কাছে ঘড়ি থাকলে, আপনাকে জিজ্ঞাসা করতাম?
- ও!
- হ্যাঁ, মশাই - তাই। এখন বলবেন কি ক'টা বাজলো?
- আমি কোনদিন হাতঘড়ি পরি না। তবে....ঐ শুনুন....
- আরে কী শুনবো?
- ঐ যে ঢং ঢং করে বাজছে...দূরে
- কি....!
- আঃ, চুপ চুপ। গুনতে দিন আমাকে...
- ক'টা হলো দাদা? ক'টা বাজলো?
- পুরো বারোটা।