একমুঠো অন্ধকার
একছুটে পারাবার।

কানাকানি কথোকথা
বাজে সুরে যত ব‍্যথা।

দেখা আছে কারসাজি
ডিগবাজি রকবাজি।

শত বোঝা শত আঁটি
ঝাড়াগোছা পরিপাটি।

একসাথে চলাচল
ফোটে ওই শতদল।