একদিন নয় প্রতিদিন
ভালোবাসায় ভরা ছিল
এই সংসার এই জীবন,
তুমি ছিলে উজ্জ্বল সোনালী রোদ
আমি ছিলাম আলোকে উদ্ভাসিত উত্তাপ
তোমারই প্রেমের আলোতে আলোকিত
এই জীবন সুখের অস্তিত্বে বিশ্বাসী
শান্তির শ্বেত পায়রা।
অথচ তুমি চলে গেলে কিছু না বলে
কথা না রেখে, কোন সে অভিমানে!
আমার বিশ্বাসের কন্ঠ উপেক্ষা করে
নীল স্বপ্নের মালা ছিন্ন করে
আমাকে ছেড়ে অন্য কোথাও,
উদ্ভ্রান্ত আমি দিশেহারা হৃদয়!
তোমাকে ফেরাতে না পারলে
ভালোবাসা হয়ে যাবে নিঃশেষ,
বিশ্বাসের স্থায়ী হাতে ফুল নয়
শাণিত তরোয়াল ঝলসে উঠবে,
অকালেই ঝরে যাবে না-ফোটা ফুলের কুঁড়ি
পাখিদের কাকলি যাবে থেমে,
সদ্য প্রসবিত সন্তানের জননী
সন্তানকে ফেলে দেবে কোন ডাস্টবিনে,
সন্তানের পিতা তার কন্যা সন্তানকে
নিশ্চিত বেচে দেবে ক্ষুধার জ্বালায়।
তোমাকে ছাড়া পৃথিবীর সব আলো যাবে নিভে
শীতের তীব্রতা রবি কিরণকে করবে পরিহাস,
তোমাকে ছাড়া সকল যুবতী ভালোবাসার অভিনয় করবে
প্রেমীক প্রেমীকার ঋজুরেখায় এঁকে দেবে অভিলাষের দাগ
সকল পুরুষ নারীকে দেখবে বারাঙ্গনার চোখে,
সকল সন্তান, সকল ভাই-বোন
ভুলে যাবে তাদের সম্পর্কের অস্তিত্ব!
তুমি নিজেকে লুকিয়ে রেখো না আর
প্রজাপতির রঙিন পাখায় উড়ে
রামধনুর সাত রঙ নিয়ে
ফিরে এসো সবার জীবনে
একদিন নয় প্রতিদিন।