আজকাল হিংসা দ্বেষ
আজকাল মেকি হাসি
আজকাল কথার কথা
আজকাল সর্বনাশী !
আজকাল মিথ্যা ভাষণ
আজকাল ভুলে যাওয়া
আজকাল গুছিয়ে নেয়া
আজকাল বিদেশী হাওয়া!
আজকাল দল বদল
আজকাল একলা চলা
আজকাল সতর্ক থাকা
আজকাল কথা না বলা!
আজকাল লকডাউন
আজকাল গৃহবন্দী
আজকাল মরণ বাঁচন
আজকাল যুগসন্ধি !