(কবি অজিতেশ নাগের প্রতি)
অজিতেশদা, তুমি কেমন আছো
আর তোমার পোষ্যরা?
তোমার একান্নবর্তী পরিবারের সাথে
পরিচয়ের সুযোগ হয়েছে কয়েকবার,
চোদ্দোটি কাব্যগ্রন্থ প্রকাশ হবার পরও
তুমি দূরে চলে যাওনি এখনও,
তোমার অষ্টম উপন্যাসের সবকটা চরিত্র
যেন আমাদেরই এক একজনের
দুঃখ-কষ্ট আনন্দ আর সংগ্রাম,
পরিবারের পঞ্চম গল্পগ্রন্থের সবার সাথে
পরিচয়ের সুযোগ এখনও হয়ে ওঠেনি,
তবে আনন্দের ফোকাসে ধারাবাহিক চরিত্রগুলো
গৈরিক আন্দোলনের রাস্তায় হেঁটে চলেছে -
প্রবন্ধের ময়দানে তোমার খ্যাতি থাকলেও
তোমার মেঘলা আকাশ ভ্রমণকাহিনী।
আমি জানি আবারও দেখা হবে আমাদের
কোন এক পথের বাঁকে ক্ষণমুহূর্ত
হয়তোবা তখন তুমি স্বর্ণরথের চূড়ে
তবুও সহাস্যে বলবে, 'ভাল আছ ভাই'?
বলব আমি, নট্-আউট অজিতেশদা চাই।