ঈশ্বর-আল্লা-গড্ এঁরা না কি বহুরূপী
এঁরা না কি মানুষের হাতে খেলার পুতুল
এঁদের না কি বড্ড বেশি খিদে আছে
এঁরা না কি মায়া-মমতা-ভালোবাসা জাগায়
আবার হিংসা-দ্বেষ-অহংও দেয়
এঁরা কি তাহলে ভুত না ভবিষ্যৎ!
কখনো দেখি মন্দির ভেঙে মসজিদ
আবার কখনও মসজিদ ভেঙে মন্দির
কখনও বা মানুষ মানুষকেই পূজা করে
সবটাই মূঢ় অভিনয় বলে মনে হয় -
কিছুটা ব্যবসার মূলধন রূপে
কিছুটা রাজনীতির হাতিয়ার হিসাবে
কিছুটা পেটের দায়ে ভন্ডামী
ক'জন আসল ধার্মিক জানে অন্তর্যামী।
মনে হয় একবার শুদ্ধি হওয়া উচিত
আগুনের পরশমণি প্রাণে ছুঁয়ে নয় -
সতী সীতার মত আগুনের সকাশে
নিজেদের নিক্ষিপ্ত করে প্রজ্জ্বলিত শিখায়
শুধু মানুষ নামের মানুষ হয়ে ওঠার শপথে।