বীর সন্ন্যাসী সাধক যুবরাজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবসে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য:-

প্রণতি গ্রহণ করো হে একক
অনন্ত শুদ্ধ ও পবিত্র ঈশ্বর,
কর্ম-ধর্ম ত্যাগ-নিষ্ঠা পুরোধা
তুমি, প্রেম-অধিষ্ঠিত যুগান্তর।

তুমি বীর সন্ন্যাসী, উচ্চ শির
আঁধারে আলোর নিশানা তুমি,
ভগবান বিশ্বাসে নয় চালাকি--
ব্যথার বন্ধু, তোমার পদ চুমি।

আছে মান, আছে হুঁশ, এসো
পথিক, বাসনার যুদ্ধক্ষেত্রে--
স্বার্থ তোমায় কি দেবে মুক্তি?
অহং ত্যাজি দেখ বৈরাগ্য নেত্রে!

আমি নারী, আমি পুরুষ, আমার
আমিতে শ্রেষ্ঠ, আমরা সঙ্ঘবদ্ধ
অন্নদান শিক্ষাদান জীবনের ব্রত
মানুষই দেবতা, থেক না স্ব-রূদ্ধ।