একটি সুত্রে খবর পেয়ে মন ভারাক্রান্ত!! আজ দুপুরে আমাদের ছেড়ে চলে গেলেন কবি অচিন্ত্য সরকার দাদা না ফেরার দেশে। তিনি আমাদেরই একজন। তিনি ছিলেন ইংরাজী বিষয়ের শিক্ষক। সমগ্র ছাত্র জীবনে কখনও গৃহ শিক্ষকের কাছে যাবার সুযোগ হয়নি তবুও ইউনিভার্সিটি টপার হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত। তিনি সংসারের হাল ফেরাতে ২৩ বছর কৃতিত্বের সাথে সকল স্কুল-বিষয়ের টিউশন করা। ছাত্র -ছাত্রীদের জন্য কয়েকটি ইংরাজী বইও তিনি লিখেছিলেন। বিভিন্ন পত্র পত্রিকা এবং ওয়েবসাইটে নিয়মিত ইংরাজী ও বাংলায় লেখালেখি। অবসরে একটু আধটু তবলা বাজানো আবৃত্তি করা,গান শোনা,ফুলের বাগান করা। তারা লেখা অনেক কবিতায় আমি কন্ঠ দিয়েছি। আমার খুব খারাপ লাগছে...তিনি নেই এই জেনে। তার আত্মার শান্তি কামনা করি।
*স্বর্গীয় কবি অচিন্ত্য সরকার-এর বর্তমান বাসস্থানে যাওয়ার রাস্তা...
শিয়ালদহ দক্ষিণ শাখা হইতে হাসনাবাদ লোকাল ট্রেনে বসিরহাট স্টেশনের ঠিক পরেই অনন্তপুর (সময় ২ ঘন্টা ১৫ মিনিট) স্টেশনে নেমে অটোরিক্সায় সবুজ সংঘের নিকট।
দূরভাষ - 8972225084