বিলকিস বানোর কথা মনে আছে আপনাদের
একজন গর্ভবতী মহিলা ১১জন ধর্ষকদের শিকার
ধর্ষকগণ ১৫ বছর জেলের ঘানি টানার পর
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসের দিন
হঠাৎই কেমন করে মুক্তি পেয়ে যায়!
যাদের সারাজীবন জেলের অন্ধকারে
ঘুমরে ঘুমরে শেষ হওয়ার কথা ছিল
তারা দিব্যি মুক্ত বিচরণ করছে আজও,
বানো'র দাবী আবারও খারিজ হল কোর্টে!
এই খবরটায় আমরা লজ্জা পাচ্ছি
লজ্জা সত্যিই কি আমরা পাচ্ছি-ই!
বাংলা-হিন্দী-ইংরাজী টিভির সবকটা চ্যানেলে
বার বার একই নিউজ দেখতে ভালো না লাগলে
"ঘোমটা কালী" "জয় শ্রীরাম" দেখতেই পারেন
আর তারপর দিন শেষে রাত হলে
"ম্যায়নে প্যায়ার কিয়া" ছবি দেখে
খাওয়া-দাওয়া সেরে বৌ নিয়ে শুয়ে পড়তেই পারেন
ছুটির রবিবারে ফ্রান্স-আর্জেন্টিনার
ফাইন্যাল খেলা দেখে দু'এক পেগ্ মেরে
সোমবার আবার যথারীতি কাজের বদল।
তারপর নিজের চাকরি পাকা রাখতে
ছেলের মাস্টারির ট্রান্সফার ঠিক করতে
যথাস্থানে যথাযথ তেল লেপনের পর
আপনার একমাত্র মেয়ের বিয়ের জন্যে
জেল ফেরত নেতার একমাত্র সুপুত্রকে
সোনার চেনের বায়না দিয়ে বাড়ি ফিরে
ঐসকল ধর্ষকদের উদ্দেশ্যে উদম গালি দিন।
বিলকিস বানো আপনার কেউ নন
আপনার ঘরের মেয়ে তো আর নয়
তিনি তো অন্য একজনের সন্তান
তাই আমি আপনি আমরা ভেবে কি করবো,
যেদিন আমার আপনার আমাদের
সবার ঘরের মেয়ে-বৌ-মা'য়েদের সাথে
"আচ্ছে দিন কা আচ্ছে খেল্ হো গা"
সেদিনই আমাদের সবার ঘুম ভাঙবে,
তাহলে এই ঢ্যামনামো আর কতদিন চলবে!