ও পাড়ার বিশু
এ পাড়ার যিশু,
ওরা পিপুপিশু
একেবারে শিশু।
খায় দুধ ভাত
চেটেপুটে পাত,
মা ডাকে আয়রে
তবেই নায়রে ।
বলে কথা আধো
মাঝে মাঝে কাঁদো,
লোকে বলে যা'তো
বোকা পাঁঠা যত।
খেয়ে বলে খাব
শুয়ে বলে শোব,
কাজ কিছু নাই
শুধু খাই খাই।
লেখে নাকো পড়ে
মাটি দিয়ে গড়ে,
ধুলাবালি মাখে
পিতা মাতা রাগে।
ওরা দুই জন
খুশি খুশি মন,
নয় গিয়ে দশ
অকাজের যশ।
তাই তাই তাই
মামা বাড়ি যাই,
ওরা গেল চলে
চুপ কথা বলে।