যতবার এগিয়ে যেতে চেয়েছি
ততবার একটু পিছিয়ে পড়েছি
জানি, তুমি বলবে ভীরু।
যতবার উপকার করতে চেয়েছি
ততবার অত্যাচার সহ্য করেছি
জানি, তুমি বলবে কাপুরুষ।
যতবার প্রেম নিবেদন করেছি
ততবার প্রতারিত হয়েছি
জানি, তুমি বলবে অপদার্থ।
যতবার কাজের জন্য লড়েছি
ততবার দয়া আর করুণা
জানি, তুমি বলবে অকর্মণ্য।
যখন হারতে শিখেছি
তখন উত্তীর্ণ হয়েছি
জানি, তুমি বলবে "ভাগ্য"!