(ভারত সরকার গরু সংরক্ষণের জন্য উত্তর প্রদেশে চালু করলেন গরুর আধার কার্ড তৈরি)
মানুষ ছেড়ে গরু
হল এবার শুরু
আধারের ভেল্কি
মোদি হল উল্কি
দুধ খাবে খাও
গোবরও নাও
গরু মেরে চর্ম
ঠিক নয় ধর্ম
সংরক্ষণ চাই
নিয়ম দিনু তাই
মানতে হবে সবে
কত্ত কি যে হবে
উপায় এখন কি
খাও তোমরা ঘি
মাংস কোথা পাই
মরা'ই খাও ভাই
শিল্প বুঝি গেল
এবার চোখ মেল
বিকল্প তো আছে
সস্তায় পাবে কাছে
চোখের ছবি তুলে
তথ্য সকল মিলে
তৈরি হল আধার
কাজের কি বাহার
দেশের কাজ আগে
বলছি নয় রাগে
ধর্মাধর্ম মানো
রাজার নীতি জানো