বাংলা কবিতা ডটকমের সদস্যগণ দ্বারা আয়োজিত সপ্তম মাসিক সাহিত্য সভার চিত্ররূপ নিয়ে আমি প্রচারক সদস্য সৌমেন বন্দ্যোপাধ্যায়। গত ১১ই আগষ্ট ২০১৯ রবিবার নির্ধারিত সময়ের কিছুটা পর অর্থাৎ বেলা ১১টা বেজে ২০ মিনিট নাগাদ উত্তর বারাসাতের "সমন্বয়" ভবনে শুরু হয়েছিল "শহীদ স্মরণে কবিমন মিলনে"। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত, এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নীরবতা পালন করা হয়। এরপর সভাকবি বিভূতি দাস মহাশয়সহ সর্বকবি তমাল ব্যানার্জি, স্বপন কুমার দাস ও পারমিতা ব্যানার্জি মহাশয়াকে উত্তরীয় দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাগত ভাষণ রাখেন কবি চিত্তরঞ্জন সরকার মহাশয়। এরপর শুরু হয় প্রবন্ধ পাঠ, স্বরচিত-কবিতা, অনুগল্প পাঠ, আবৃত্তি ও সংগীতের মূর্ছনায় অনুষ্ঠান ছিল জমজমাট। সভাকবি আসরে প্রস্তাব রাখেন - যেহেতু প্রতি মাসে মাসিক সভা অনুষ্ঠিত করা যাচ্ছে না, সে কারণে তিন মাস অন্তর অর্থাৎ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত করার আহ্বান জানান। সর্বপরি সর্বকবি চিত্তরঞ্জন সরকার, প্রণব লাল মজুমদার ও মল্লিকা রায়ের তত্ত্বাবধানে ও আপ্যায়নে সদস্যগণ ভীষণভাবে তুষ্ট ও প্রীত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি অচিন্ত্য সরকার ও কবি মল্লিকা রায়। তবে আবহাওয়া খুবই শুষ্ক থাকায় কিছুটা অস্বস্তিবোধ করছিলেন সদস্যগণ। বৃষ্টিপাত হয়নি। আসরের সদস্যগণসহ মোট উপস্থিতির সংখ্যা ছিল ৩৪ জন। তারা হলেন সর্বকবি - বিশ্বজিৎ শাসমল, প্রবীর দে, স্বপন বিশ্বাস, অচিন্ত্য সরকার, সমীর প্রামাণিক, অনন্ত গোস্বামী, সংকেত চট্টোপাধ্যায়, গৌতম রায় (সহধর্মিনীসহ), পারমিতা ব্যানার্জী, তমাল ব্যানার্জী, রবীন্দ্রনাথ সরকার (কন্যাসহ), সুখেন্দু মাইতি, রণজীৎ মাইতি, বিভূতি দাস, সৈকত পাল, সৌমেন বন্দ্যোপাধ্যায়, প্রণব লাল মজুমদার, মল্লিকা রায়, চিত্তরঞ্জন সরকার, মিমি, অসিত কুমার রায়, জয়শ্রী রায় মৈত্র, দেবদাস মৈত্র, দেবাশিস ঘোষ, দেব প্রসাদ জানা, গৌরী চক্রবর্তী, জয়ন্ত বাগচী, মণীষ চক্রবর্তী, সৌমেন কুমার চৌধুরী, শেখ মুহসিন হাসান (ভ্রাতাসহ), স্বপন কুমার দাস প্রমুখ। এছাড়া আসরের কবি অজিতেশ নাগ, কবি প্রবীর চ্যাটার্জি ও কবি বিকাশ দাসের প্রেরিত অনুগল্প ও কবিতা আসরে পাঠ করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সংগীতের মধ্যে দিয়ে বৈকাল ৪:৩০টা নাগাদ। সংগীত পরিবেশন করেন সদস্যা জয়শ্রী রায় মৈত্র। এখানেই শেষ করলাম সপ্তম মাসিক সাহিত্য সভার রূপরেখা। ধন্যবাদ।
সংশ্লিষ্ট ভিডিওRelated Video
সপ্তম মাসিক সাহিত্য সভার রূপরেখা
আলোচনাটি ১২৫৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৮/২০১৯, ১১:১৬ মি:
সপ্তম মাসিক সাহিত্য সভায় শহীদ স্মরণে, কবি মন মিলনে ভরিয়া উঠিল প্রাণ; আমরা বারাসাতের কবি বন্ধুরা, bangla-kobita.com এর কবি বন্ধুদের উপস্থিতিতে ধন্য হলাম। ত্রুটি যদি কোথাও এতটুকু হয়ে থাকে, বন্ধুরা বন্ধু বলে ক্ষমা করে দেবে। গানে, পাঠে, কবিতায় জাগিয়া উঠিল কবি মন মিলন, আমাদের সপ্তম সাহিত্য সম্মেলন। পরিশেষে জানাই সবারে শুভেচ্ছা ভালোবাসা, মনে রইলো অষ্টম সাহিত্য সম্মেলনের আশা।
এত সুন্দর একটি অনুষ্ঠানে সদস্য হয়ে গর্ববোধ করছি।আয়োজকদের আপ্যায়ণ নজর কেড়ে নেওয়ার মতো, কোথাও কোন ত্রুটি ছিল না।
এমন সুন্দর অনুষ্ঠানে ভাগীদার হওয়া সত্যিই ভাগ্যের!
একটা সুন্দর অনুষ্ঠানে শরীক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।ধন্যবাদ জানাই সকল কবিবন্ধুদের বিশেষ ভাবে কবি চিত্তরঞ্জন সরকার, কবি প্রণব লাল মজুমদার ও কবি মল্লিকা রায় কে যাঁদের সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে।
বড়ো সুন্দর একটা গোটা দিন কাটালাম আমরা সব্বাই মিলে। শিয়ালদহ ষ্টেশন থেকেই যে যাত্রার শুরু হল। দারুণ মজায় মজে ছিলাম সারাক্ষণ। বড়ো ভালো লাগলো।
আয়োজক প্রিয় কবি ত্রয়ীর আন্তরিক ব্যবস্থাপনায় মুগ্ধ হয়েছি। তাঁদের আতিথ্যে ধন্য হয়েছি। খুব, খুব ভালো লেগেছে।
ভালো থাকবেন সবাই
আবারও আগামীতে এমন করে মিলিত হবো এমনটাই আশা করি।
বাংলা কবিতা ডট কম এর কবিদের সপ্তম মাসিক সভা কবিমন মিলন-এ কবিবন্ধুদের সহযোগিতাকে সাধুবাদ জানাই।সকলের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।
ত্রুটি-বিচ্যুতির দায়ভার থেকে আমি নিজেও মুক্ত নই।আরও সতর্ক হওয়া উচিত ছিল।সেজন্য ব্যক্তিগত ভাবে আমি ক্ষমা প্রার্থী।
উপস্থিত সকল কবিবন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
কবিমন মিলনে উপস্থিত হয়ে সবার সাথে পরিচিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করেছি।। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উদ্যোক্তাদের এই ঐকান্তিক প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ জানাই। আগামী দিনগুলোতে এমন অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম।
আমার অতি আপনজন ও সব নক্ষত্রদের উজ্জল মুখচ্ছবি দেখে এবং আয়োজন ফলপ্রসূ হতে শুনে এত দূরে বসেও মনটা বড় আনন্দিত হয়ে উঠলো । মনে হয় যেন ওখানে থেকে আমিও অনুষ্ঠানটি উপভোগ করলাম । আপনাদের নিখাদ ভালোবাসার সেই অনুরণন আজও অম্লান । যেন তারই পুনরাবৃত্তি হল । সময়ের পরিক্রমায় এই আয়োজন আরও সমৃদ্ধ হতে দেখে আমি আপনাদের হৃদয় নিংড়ানো প্রীতি ও শুভেচ্ছা এবং সতত অভিনন্দন জানাচ্ছি । নিঃসন্দেহে অতি প্রশংসার দাবীদার আপনাদের এই অব্যাহত প্রচেষ্টা । আমি এই উদ্যোগের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি । দিনে দিনে আরও সমৃদ্ধ হতে হতে সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক এই বাংলা কবিতার কবিদের আসর আবারও সেই শুভ কামনা জানাই । ভালো থাকুন সবাই । ঈদ মোবারক ।
কবিতা আসরে সকল কবি বন্ধুদের পেয়ে একপ্ররার
আনন্দে মুখরিত হয়ে উঠেছিলাম আমরা সকলে
আবহাওয়া শুষ্ক থাকায় কষ্ট হলেও অনুভূত হয়নি কিছু সকলের সাথে খুব ভালো লাগলো , কষ্ট করেও সহযোগিতা করার জন্য সকল বন্ধুদের জানাই আন্ততিক অভিনন্দদ ও শুভেচ্ছা I অপেক্ষায় থাকলাম পরবর্তী অনুষ্ঠানের l ধন্যযাদ বন্ধু l