কোলকাতায় ৭ এপ্রিল "ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন ২০১৯" অনুষ্ঠিত হবার পর মে’ মাসে কোন মাসিক সভার আয়োজন করা যায়নি। আগামী মাসে অর্থাৎ জুন মাসে মাসিক সাহিত্য সভার আয়োজন করা যেতে পারে আপনাদের সহযোগীতায়। আসরে অনেক শুভানুধ্যায়ী কবি/লেখক রয়েছেন – আশারাখি কেহ না কেহ এগিয়ে আসবেন। কোথায় ও কবে সভা অনুষ্ঠিত করা হবে সেই বিষয়ে সদস্যগণ এগিয়ে আসুন নিজ দ্বায়িত্বে। উক্ত সাহিত্য সভায় সাহিত্য আলোচনা ও পাঠের সাথে সাথে আর কি কি সিদ্ধান্ত নেওয়া যায়, আপনারা তা এখানে প্রস্তাব রাখতেই পারেন। সম্প্রতি আমি নিজে বিভিন্ন কাজে বেশ ব্যস্ত হয়ে পড়ায় সময় করতে পারিনি। আশারাখি আপনারা এগিয়ে আসবেন সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের সেবায়।
আলোচনাটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২২/০৫/২০১৯, ০৬:৪৯ মি: