আজ দক্ষিণ কলকাতায় কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের গৃহে অনুষ্ঠিত হল বাংলা কবিতা ডটকমের তৃতীয় মাসিক সাহিত্য সভা। আগত সকল কবিগণের প্রতি জানাই শুভেচ্ছা ও অশেষ ভালোবাসা।

যারা সভায় উপস্থিত ছিলেন -
সর্বকবি 
১) রক্তিম (সভাকবি)
২) প্রণব লাল মজুমদার
৩) স্বপন কুমার দাস
৪) জয়ন্তী দেবনাথ
৫) সৈকত পাল
৬) সমীর প্রামাণিক
৭) অনন্ত গোস্বামী
৮) মিমি
৯) সুখেন্দু মাইতি
১০) চিত্তরঞ্জন সরকার
১১) বিভূতি দাস
১২) তরুণ কান্তি প্রিয়
১৩) প্রবীর দে
১৪) জয়শ্রী রায় মৈত্র
১৫) দেবদাস মৈত্র
১৬) রণজিৎ মাইতি
১৭) কবি আর্যতীর্থ
১৮) সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
১৯) সৌমেন বন্দ‍্যোপাধ‍্যায়
২০) ঐশাণী মুখোপাধ্যায় (অতিথি শিল্পী)।
এছাড়া কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের মাতা ও সহধর্মিণীর ঐকান্তিক সহযোগিতা ও আপ‍্যায়ন আমাদের আপ্লুত করে।

বেলা ১টা বেজে ৩০ মিনিট নাগাদ সভা শুরু হয় অতিথি শিল্পী ঐশাণী মুখোপাধ্যায়ের কন্ঠে রবীন্দ্রনাথের গান দিয়ে। এরপর একে একে কাব্য আলোচনা, কাব্য পাঠ, মত বিনিময়, গল্প পাঠ, সংগীত, আবৃত্তি ও বর্তমান সময়ের সাহিত্য সমালোচনা আর সাথে সাথে  চা নাস্তা মন্ডা-মিঠাই, চিকেন পাকোড়া আরোও কত কি!  কবি বিভূতি দাস ও কবি সৈকত পালের প্রকাশিত একক কাব্যগ্রন্থের হস্তান্তর। খুবই আনন্দের সাথে কাটলো আজকের দিনটা। সভা শেষে সভাকবি রক্তিম বাবুর কন্ঠের গান দিয়ে সভা শেষ হয় বিকাল ৫টায়।

পরবর্তী সভা আগামী ১১ নভেম্বর উত্তর ২৪ পরগণার পাণিহাটিতে আবার মিলিত হবো আমরা সবাই। এভাবেই চলবে বাংলা কবিতা ডটকমের জয়যাত্রা।

শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন‍্য।