আর মাত্র কয়েকটা দিন পরই সর্বসম্মতিক্রমে বাংলা কবিতা ডটকমের সদস্যগণদ্বারা আয়োজিত “ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন ২০১৯” অনুষ্ঠিত হতে চলেছে কোলকাতার যাদবপুর অঞ্চলে “শহীদ সূর্যসেন ভবনে”  ৭ এপ্রিল ২০১৯ রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৫টা।

• আমরা যারা সবকাজের মধ্যেও একটু সময়  বার করে এই আনন্দ উৎসবে মিলিত হবো, এ পর্যন্ত যে সকল কবি ও অতিথিগণের নাম পেলাম তারা হলেন –

1. অনিরুদ্ধ বুলবুল (মজিবুর রহমান)
2. মুহাম্মদ মনিরুজ্জামান
3. আফরিনা নাজনীন মিলি  
4. ফরিদ হাসান
5. এ এইচ জি সোহাগ আহমেদ
6. অজিতেশ নাগ
7. বোদরুল আলম
8. দীপক কুমার সরকার
9. সংকেত চট্টোপাধ্যায়
10. স্বপন বিশ্বাস
11. তমাল ব্যানার্জি
12. পারমিতা ব্যানার্জি
13. রণজিৎ মাইতি
14. নরেশ বৈদ্য
15. বিভূতি দাস
16. প্রণব লাল মজুমদার
17. স্বপন গায়েন
18. সৈকত পাল
19. সমীর প্রামাণিক
20. সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
21. প্রীতিলতা রায় (হালদার)
22. যাদব চৌধুরী
23. আভা সরকার মন্ডল
24. মিতা চ্যাটার্জী
25. জয়শ্রী রায় মৈত্র
26. দেবদাস মৈত্র
27. অসিত কুমার রায়
28. সৌমেন বন্দ্যোপাধ্যায়
29. রীনা বিশ্বাস
30. চিত্তরঞ্জন সরকার
31. প্রবীর দে
32. মৌমিতা জানা
33. বর্ষা গাঙ্গুলি
34. অজিত কুমার কর
35. জয়শ্রী কর
36. মহঃ সানারুল মোমিন
37. পরিতোষ ভৌমিক
38. তরুণ গিরি
39. মৌটুসী মিত্র গুহ
40. সঞ্জয় কর্মকার
41. অনন্ত গোস্বামী
42. বরুণ চক্রবর্তী
43. দেবপ্রসাদ বসু
44. গায়ত্রী ঘোষ (মিমি)
45. ঐশাণী মুখোপাধ্যায়
46. প্রসেনজীৎ চট্টোপাধ্যায়
47. দিলীপ চট্টোপাধ্যায়
48. অরুপ গোস্বামী
49. অমিতাভ শূর
50. রবীন্দ্রনাথ সরকার
51. গার্গী রায়
52. বিকাশ দাস
53. সোমদেব চট্টোপাধ্যায়
54. আর্যতীর্থ
55. সুদীপ তন্তুবায়
56. বৃষ্টি মন্ডল
57. বিশ্বজিৎ শাসমল
58. শিব শংকর
59. প্রভাত ঘোষ
60. তরুণ কান্তি প্রিয়
61. অমল দাস
62. সুবীর পাণ্ডে
63. প্রশান্ত কুমার ঘোষ
64. আনোযার আলি শেখ
65. উদয়  চক্রবর্তী
66. স্বপন কুমার চট্টোপাধ্যায়
67. গৌরাঙ্গ সুন্দর পাত্র
68. সর্বানী চ্যাটার্জী
69. সুখেন্দু মাইতি
70. সোমা চট্টোপাধ্যায়
71. সহিদুল হক
72. সুশোভন মূলা
73. অচিন্ত্য সরকার
74. পূর্ণপ্রভা ঘোষ
75. সুমনা নাগ
76. অর্ক রায়
77. নম্রতা বৈদ্য
78. শম্পা রায়
79. মল্লিকা রায়
80. ঝুমুর বিশ্বাস
----------------
Final List Prepared.

•সকল কবিদের নিকট একটি অনুরোধ রাখলাম, আপনারা সকাল ১০:৩০ মিনিটের মধ্যেই আপনাদের উপস্থিতি জানাবেন এবং সেই সাথে সাথে প্রবেশ দ্বারা থেকে ব্যাজ ও সকালের জলখাবার গ্রহণ করবেন।

• অনুষ্ঠান শুরু হবে ঠিক বেলা ১১টা থেকে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। মধ্যাহ্নভোজনের আয়োজন থাকবে দুপুর ১:৩০ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত। কবিতা, গান, আলোচনা, শ্রুতি নাটক ও গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাজানো এই মিলন উৎসব। আরোও একটি অনুরোধ রইল কবিদের নিকট, কবিতা পাঠের ক্ষেত্রে অনধিক ৩ মিনিট ও আলোচনার ক্ষেত্রে অনধিক ৫ মিনিট সময়, এর অতিরিক্ত সময় নিলে আমরা অনেকেই বঞ্চিত হতে পারি হয়তো। প্রত্যেই কবি ও অতিথিবৃন্দদের ব্যাজ, উত্তরীয় ও স্ব স্ব নামে মোমেন্টো দিয়ে প্রীতি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে।

• এ পর্যন্ত যে সকল কবিগণ “ভারত-বাংলাদেশ মৈত্রী কবি-সম্মেলন ২০১৯”-এর জন্য সতস্ফুর্তভাবে অনুদান দিয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করা হল –

1. অজিতেশ নাগ ৫০০ টাকা
2. দীপক কুমার সরকার ১০০০ টাকা
3. সংকেত চট্টোপাধ্যায় ১০০০ টাকা
4. স্বপন বিশ্বাস ১০০০ টাকা
5. তমাল ব্যানার্জি ৫০০ টাকা
6. পারমিতা ব্যানার্জি ৫০০ টাকা
7. রণজিৎ মাইতি ১০০০ টাকা
8. নরেশ বৈদ্য ৫০০ টাকা
9. বিভূতি দাস ৫০০ টাকা
10. প্রণব লাল মজুমদার ৫০০ টাকা
11. স্বপন গায়েন ২০০ টাকা
12. সৈকত পাল ২০০ টাকা
13. সমীর প্রামাণিক ১০০০ টাকা
14. সঞ্জয় কুমার মুখোপাধ্যায় ৫০০ টাকা
15. প্রীতিলতা রায় (হালদার) ১০০০ টাকা
16. যাদব চৌধুরী ১০০০ টাকা
17. আভা সরকার মন্ডল ৫০০ টাকা
18. মিতা চ্যাটার্জী ৫০০ টাকা
19. প্রবীর চ্যাটার্জী ৪২৫৫ টাকা
20. জয়শ্রী রায় মৈত্র ৫০০ টাকা
21. দেবদাস মৈত্র ৫০০ টাকা
22. অসিত কুমার রায় ১০০০ টাকা
23. সৌমেন বন্দ্যোপাধ্যায় ৫০০ টাকা
24. রীনা বিশ্বাস ১০০০ টাকা
25. চিত্তরঞ্জন সরকার ১৫০০ টাকা
26. নাম প্রকাশে অনিচ্ছুক কবি ৫০০০ টাকা
27. প্রবীর দে ১০০০ টাকা
28. মৌমিতা জানা ১৫০০ টাকা
29. বিশ্বজিৎ শ্বাসমল ২০০ টাকা
30. প্রভাত ঘোষ ১০০ টাকা
31. অরুপ গোস্বামী ৬০০ টাকা
32. অচিন্ত্য সরকার ৫০০ টাকা
33. আর্যতীর্থ ১০০০ টাকা
34. দীপঙ্কর বেরা ৫০০ টাকা
35. মৌটুসী মিত্র গুহ ১০০১ টাকা
36. বিকাশ দাস ৭০০ টাকা
37.দিলীপ চট্টোপাধ্যায় ১৫০০ টাকা
38. নাম প্রকাশে অনিচ্ছুক কবি ৩০০ টাকা
39. নাম প্রকাশে অনিচ্ছুক কবি ৮০০ টাকা
40. বিনায়ক কবি ৯৯০ টাকা
41. অজিত কুমার কর ৫০০ টাকা
42. জয়শ্রী কর ৫০০ টাকা
43. পরিতোষ ভৌমিক ১০০০ টাকা
44. অমিতাভ শূর ৪০০ টাকা
45. রবীন্দ্রনাথ সরকার ৫০০ টাকা
46. সোমদেব চট্টোপাধ্যায় ১০০০ টাকা
47. তরুণ কান্তি প্রিয় ৪০০ টাকা
48. সুবীর পান্ডে ২০০ টাকা
49. প্রশান্ত কুমার ঘোষ ১০০ টাকা
50. স্বপন কুমার চট্টোপাধ্যায় ৫০০ টাকা
51. সুখেন্দু মাইতি ২০০ টাকা
52. সোমা চট্টোপাধ্যায় ১০০ টাকা
53. মল্লিকা রায় ৩০০ টাকা
54. অমরেশ বিশ্বাস ৫০০ টাকা
55. তাপস সরদার ১০০ টাকা
56. বিপ্লব দাস ১০০ টাকা
57. স্মৃতিপাল হাজরা ১০০ টাকা
58. শিব শংকর ৫০০ টাকা
59. জয়ন্ত কুমার মিত্র ৩০০ টাকা

পূর্ববর্তী (২০১৮) ফান্ড ১২,০০০ টাকা

• যারা অনুষ্ঠানের জন্য সতস্ফুর্তভাবে অনুদান দিতে চান, তারা কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়ের সাথে দূরাভাষে (৯৮৩০৩৪৯৪৭৫) যোগাযোগ করে নেবেন।

• পথনির্দেশ:- শহীদ সূ্র্য সেন ভবন, ৪৩২ প্রিন্স আনোয়ার শাহ রোড, কোলকাতা ৭০০০৬৮ (যাদবপুর EDF NURSING HOME এর উল্টো দিকে / তালতলা মাঠের পাশে)। নিকটস্থ রেল স্টেশন যাদবপুর ও নিকটস্থ মেট্রোরেল স্টেশন রবীন্দ্রসরোবর)।

• আরোও একটি ঘোষণা -
আগামী ৩১/০৩/২০১৯ রবিবার বেলা ২টো থেকে কবি মিমি (গায়ত্রী ঘোষ) দিদিভাইয়ের গৃহে মাসিক সভার আয়োজন করা হয়েছে, যারা আসতে ইচ্ছুক তারা মন্তব্যের ঘরে আপনাদের নাম প্রকাশ করবেন। দিদিভাই-এর বাড়ির ঠিকানা - MALHAR APPTMT., 18A, M. M. FEEDER ROAD, 4TH FLOOR, KOL. 700057. বেলঘরিয়া স্টেশন থেকে বেরিয়ে DN2 বাস,  ম্যাজিক গাড়িতে কালাচাঁদ হাই স্কুল। বাস রুট...  ব্যারাকপুর গামী যে কোন বাসে রথতলা স্টপেজ। কামারহাটি মিউনিসিপালিটিরর সামনে থেকে অটো বা রিক্সাতে কালাচাঁদ হাই স্কুল।

ধন্যবাদান্তে –
“ভারত-বাংলাদেশ মৈত্রী কবি সম্মেলন ২০১৯” কমিটির
আহ্বায়ক সদস্যগণ