গতকাল আমি এবং কবি বিভূতি দাস মহাশয় "বুদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহ" পরিদর্শন করার পর আগামীকাল 13.05.2023 শনিবার রাত ৭:৩০মি. (ভারত) / রাত ৮টা (বাংলাদেশ) অনলাইনে একটি মিটিং করতে চলেছি... অনুষ্ঠান কিভাবে কতটা সুন্দর করে করলে তা সাফল্যে পথে পৌঁছে যাবে সেই উদ্দেশ্যে।  মূল অনুষ্ঠানের সম্ভাব্য দিন 09.07.2023 / 16.07.2023 রবিবার। আগ্রহী সকল কবিগণের উদ্দেশ্যে জানাচ্ছি -
আপনারা আগামীকালের অনলাইন মিটিং-এ যে সকল বিষয়ের উপর বললেন তার একটি খসড়া এখানে প্রকাশ করছি:-
১) অনুষ্ঠানের তারিখ ও সময়
২) অনুষ্ঠানের সভাপতি ও কার্যকরী সম্পাদকমন্ডলী নিরূপণ
৩) অনুষ্ঠানের জন্য বিশেষ অতিথি আমন্ত্রণের নাম প্রস্তাব
৪) অনুষ্ঠানসূচী ও বিভিন্ন দায়িত্ব অর্পণে কবিদের নাম ঘোষণা
৫) অনুষ্ঠানের মধ্যে টিফিন এবং মধ্যাহ্ন ভজনের মেনু নির্দিষ্টকরণ
৬) অনুষ্ঠানের আনুসঙ্গিক ব্যানার, ব্যাচ, মেমেন্টো, উত্তরীয়, ফুল এবং ভজনের দায়িত্ব গ্রহণে কবিদের নাম নির্দিষ্টকরণ
৭) অনুষ্ঠানের নামকরণ (Title)
৮) অনুষ্ঠানের জন্য কবিদের অনুদান মূল্য কতটা হওয়া উচিত (অগ্রীম অনলাইনে)
৯) কবি ছাড়া তাঁর সহকারী কেউ অনুষ্ঠানে যোগদান করলে তার জন্য কি অনুদান গ্রহণযোগ্য হবে
১০) সর্বপরি অনুষ্ঠান সুন্দর করতে কি কি করা প্রয়োজন ও তার সাফল্য।

সকলেই বলবেন প্রত্যেকের অভিমত।

সময়ের কথা মাথায় রেখে - আগামীকালের জন্য *মিটিং-এর লিঙ্ক* দেওয়া হল :--

*বাংলা কবিতা ডটকম* এর সম্ভাব্য *কবি সম্মেলন* এর জন্য মিটিং-এর লিঙ্ক। সময় 7:30PM (ভারত) / 8:00PM (বাংলাদেশ), তারিখ 13.05.2023

To join the meeting on Google Meet, click this link:
https://meet.google.com/fjm-acfe-ehj -  *এই লিঙ্কের উপর ক্লিক করবেন, ধন্যবাদ।*

Or open Meet and enter this code: fjm-acfe-ehj


ধন্যবাদান্তে -
সৌমেন বন্দ্যোপাধ্যায়
সদস্য

বি.দ্র. লিঙ্কটির উপর ক্লিক করে অনলাইনে মিটিং রুমে প্রবেশ করার জন্য আরও একবার মন্তব্যে দেওয়া হল।