আমি অধম
আমি নগণ্য
আমি বৃষ্টি শেষে শ্বেত শ্বেতে ভাবের যন্ত্রণা
তপ্ত হাড় ভাঙা উত্তাপ আমি
আমায় ছুঁয়ে দেখো না তুমি ভৎস হয়ে যাবে
পৈশাচিক আনন্দে আমি উৎফল
মৃত্যুর যন্ত্রণা আমি
করিডোরের ওপারে বিভৎস চিত্র কর্ম আমি
আমায় আগলে রাখবে বুকে?
বুক ভেঙে পিশিয়ে ছেদ করে বেরিয়ে আসবো আমি
চোখের জলে নয় চোখের নিচে লেপটে থাকা কালিতে থাকব আমি  
নিষ্ঠুর হয়ে দাড়িয়ে দেখে যাবো দুর্ভিক্ষে ভেসে যাওয়া
মরণ ব্যাধি আমার
অনলে ভেসে যাবো আমি
বলপেনের আঘাতে আধলেখা চিঠিতে গড়িয়ে পরা অশ্রু আমি
কুৎসিত আমার মন
জায়গা নেই কারো
অভিনয়ে আমিই সেরা
ভাসোমান কচুরিপানা আমি
স্রোতের সাথে ভেসে যেতে রাজি
কনকনে ঠান্ডায় জবুথুবু বেদনা আমি
কোথায় রাখবে আমায়?
আমি তো ধ্বংসাসী