একটা সকাল
শুরু তার অপেক্ষায়
হঠাৎ একটা স্পর্শ
সারাটা দিন শেষ
কিছু খুনসুটি,কিছু আলাপন
সুন্দর কেটে ছিলো বেশ
অবলিন হাওয়ায় উড়ছিলো কেশ
আলাপনে ছিলো কিছু বিভোর হওয়া মন খারাপের রেশ
খুনসুটিতে মিলে গেলো তার শেষ
তপ্ত রোদ
কাঠঠোকরা পাখির
কাঠ ঠোকরানোর শব্দ
অথচ শব্দগুলো সব এলোমেলো
কী সুন্দর!
সেই ফুটের রাস্তা, হুট তোলা রিকশা
কিছুই আজ কল্পনায় নয়
বাস্তবতা?
খুব সুন্দর
সন্ধ্যাে নামলো
ওমনি!
বিদায়ের ক্ষণ
গানের আসোর
ছাড়তে যে চায় না বেমানান মন?
হাওয়াই মিঠাইয়ের বায়নাটাও
আজ প্রকাশিত
নিজের অজান্তেই তাও বটে!
মুগ্ধ সে চোখের চাহনি
বিচলিত মন
কিছু হোক! কিছু তো হোক!
স্তব্ধতা কী সুন্দর!
লেপটে থেকে বুকের মাঝে আঁকড়ে ধরার বাসনা
বিভোর আমি আঁকড়ে ধরেছে সে।
হাতে হাত চেপে
বিশ্বস্ত সে কাঁধ
মরণ বিকেলে
গানের সুরে
কোনো এক খোলা প্রান্তরে
কোথা থেকে ভেসে এলো
বুকে চাপা কান্না
কংক্রিটের এ শহরে
কবে হবে তার পুনঃ আগমন?
সুন্দর সে স্পর্শ
বিচরণ আর কতক্ষণ
রেশ কেটে যাওয়ার আগেই না হয় হোক!