তরঙ্গ আজ মনোরঙ্গ সাজে সবার আখিদ্বয়ে জলে
এপাশ ওপাশে হাটিতেছে সখী রাত্রি নিসিক্ত করার ছলে,
আলোয় রঙ্গিন মঞ্চবারে উত্তাল ঢেউ যেন সাগর প্রান্তরে
যৌবন মেলা বসায়েছেন সখা
মাতালঙ্গ সখী তথায় হাকিতেছে তারে ৷
ঘুমের ঘোর মোর নাহিবা হয় প্রহর
চকিৎ হৃদয় আমার করিতেছে উল্লাস,
অজানা অচেনা পথ শিখিতেছি তবুও
বাস্তবতায় ঘেরা এই তরঙ্গ মেলায়
যেথায় সাজে মিত্র মনোরঙ্গ সাজে ৷
রঙ্গিন আলোয় অন্ধ বেশে মুক্ত পাখি আজ আকাশ প্রান্তরে
ছাড়িয়া ধনের মোহ করিতে মনোরঞ্জ
ক্ষনিকের হাসি কুড়ায়ে সবে
কষ্টের বুজা লয়ে অসীম কালের তরে ৷