হে কবি নজরুল তুমি নওহে মৃত
চির অমর রয়েছো সদাই
দূর্লভ্য এই সৃষ্টভবে,
যেথায় তাকাই দেখি তোমায়
আজও শুনি সেই বিদ্রোহ ধ্বনি
তোমার কোটি ভক্তের সুরে ।
হে কবি নজরুল তুমি নওহে দুর্লভ
বাধিয়াছো তার এপাড় ওপাড়ে,
গ্রন্থবারে পাই যে তোমায়
চির চেনা মুখ জীবন্ত ছবি
তোমার হস্তের স্বরণালীপি
আজও যেন হাটছো তুমি
আমার সারা হৃদয় জুড়ে ।
দুচোখে ভাসে তোমার স্মৃতি
কর্ণে বাজায় তোমার গীতি,
তোমার তরে আমার হস্ত
শত বছর পরেও খুজি
আমার মাঝে হে নজরুল তুমি ।