ক্ষীণ সুখের আশায় পেতে ছিলাম হাতখানি
মোর তাহার হিয়ার চরণ তলে
কত প্রত্যাশায় ঘেরা মোর স্বপ্নের মেলা
নিঃশফল করিলো মোরে পূবালী ঝড়ও হাওয়া,
বুঝিয়াও বিষাক্ত তীর মারিলো মোর বক্ষ জুড়ে
কৃপার তারনায় আবার বাঁচায়ে রাখে মরে ৷
কতইনা ডালের মাঝে হালকা ভরে ছিলাম ঝুলে
হতাশায়ও খুজিতাম পথ মরি মরি জীবন রথে,
যাহার তরে ভাসিতাম আমি ডুবায়ওমান তরীর মাঝে
কেইবা জানিতো মোর অভাগা কপাল
সেই ভাসানিয়া আজ নিঠুর বেশে
স্বল্প জলে ডুবাবে মোরে ৷