আদিল সোনা হীরের কণা
সারাক্ষনি ধরছে বায়না
জানার অব্দি নেইযে তাহার
আকাশ ছুতে নাইকো মানা ৷
দিনের শেষে বেস্ত বেশে
ছুটছে শুধু হনহনিয়ে
লাকড়ি ছুরি নষ্ট ঘড়ি
উল্লাসে সে নিচ্ছে কেড়ে,
পড়ার টেবিল ফাকা করে
মন্ত্র সাধন অস্ত্র ভরে
বিকাশ করিতে তাহার মন্ডু
আকাশচুম্বী আশা নিয়ে ৷
আদিল সোনা কথা শুনে না
স্কুলে যেতে নাইতো মানা
ভোরের শিশীর ডাকছে তোমায়
শুর ভাঙ্গছে রাগে সূর্য্যি মামা ৷
আদিল সোনা কেন বুঝনা
বড় হতে নেইতো মানা
বিশাদ সিন্দুর সিরি বেয়ে
দূর বহুদূর যাও হারিয়ে,
আদিল সোনা কেন শুনো না
পড়ালেখা করতে নাইকো মানা ৷