প্রতিভাস,
তোমার বিস্তৃতি পথে তাকিয়ে থেকে থেকে এখন আমি নিক্ষিপ্ত হয়ে যাই।
তুমি একবার মুখ ফেরাবে এই আশায় ব্যগ্র সময়গুলি অতলে  গেল।
ঝকমকে বাতাসিয়া ছিল তোমাকে কামনার প্রতিটি ভার্চুয়াল   জন্ম, প্রতিটি যাপিত মুহূর্তকণা। কত নভোচারী জ্যোৎস্নাকে দেখলাম তোমার স্পন্দ-পথের সামনে দিয়ে পার হতে।
তবু আমার পানে মুখ ফেরালে না একবারের জন্যও।
আমার দূর-চশমার সোহাগী দৃষ্টি ঝাপসা হয়ে আসছে দিনে দিনে।
বর্জ্যগন্ধময় নিশুতি রাতের দাঁতনখওয়ালা পোকাদের রক্ত সম্প্রদানে নিঃস্ব হয়ে পোড়া মাটিতে ঘুমিয়ে পড়ি।
ভিড় ভেঙ্গে আসা মস্ত পিরানহা মাছেরা স্থির-তাড়িতিক কৌতূহলে আকাক্ষা-স্বপ্নগুলোকে ছিন্নভিন্ন করে দিতে ব্যস্ত হয়ে পড়ে অনুক্ষণ।

এই বুভুক্ষু সময়ের স্থানাঙ্কে বসে বড় ক্লান্ত আজ আমি।

একবারটি কি মুখোমুখি হয়ে যেতে পার না আমার?
শুধু একবার সৃষ্টি বিনিময়।
একবার যদি মনে হয়!