সেই কতকাল আগে হারিয়েছি পথ
ঝঞ্ঝাতুফানের নিরুদ্দেশ খেয়ালে;
সেই কতকাল আগে তুমি দেখিয়েছ পথ
ভগ্ন উপকূলে জীবনের দিশা -
"পথিক, তুমি পথ হারাইয়াছ? "
হাত ধরে নিয়ে গেছো অনন্ত আশ্রয়ে।
সেই কতকাল থেকে আশ্রিত হয়ে
তোমার অনুগমন করে চলেছি আমি।
আজ জীবনের অজস্র ঝঞ্ঝায়,
সমুদ্রের কম্পিত তরঙ্গ নিস্তরঙ্গ অসহায়
আমাকে এনে ফেলে আবার মরুবালু সময়ের
সন্নিকটে।
উপকূলে বসে গুনি সমুদ্রের ঢেউ
মনে হয় যদি আবার পিঠে হাত রেখে
বলত যদি কেউ -
"পথিক, তুমি পথ হারাইয়াছ? "
নিয়ে যেত যদি জীবনের সুনিবিড় ছায়ায়।