আমি শূন্য তুই সমুদ্র
আমি ভিন্ন তুই বটবৃক্ষ,
তুই কল্পনার ভেলায় চড়ে গগনে উড়ে বেড়াস,
আমি বাস্তবতার শার্শি ধরে খুঁজে বেড়াই অবকাশ।
আমি ক্লান্ত তুই রাত্রি
আমি ভ্রান্ত তুই কর্ত্রি,
তুই মায়াবী চাহনি তুলে রেখেছিস অন্য সুতোর শিকে,
আমি জাগ্রত কিবা নিদ্রিত চোখে চেয়ে থাকি তোর দিকে।
আমি ভষ্ম তুই অগ্নি
আমি কৃষ্ণ তুই সুশ্রী,
তুই ঝলসিয়ে যাস অনবরত নির্দয়তার রুপে,
আমি জ্বলে গিয়ে ফের ছুটে চলি তবু হৃদয়ের সমীপে।
তুই নিস্তার তোর ভালোবাসা বিস্তারে
আমি জমে গেছি আজ তোর আস্তরে,
আমি হেরে যাবো তোকে ভালোবাসার ঐ ছেলেখেলায়,
তুই ফেলে যাবি কভু শুধু ভুল বুঝে কোন অবেলায়।
আমি বিশ্রুত তোর ভালোবাসা আঁকড়াতে
তুই বিরক্ত শুধু আমাকেই পিছু ছাড়াতে,
তুই হারিয়ে যেতে চাস সবকিছু ছেড়ে নিজের মতন,
আমি ফের খুঁজে নেবো যেভাবেই হোক তোকে করিতে যতন।